ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল, মোদী-সাক্ষাতের পরই বড় ঘোষণা 'ফ্যান-বয়' এলন মাস্কের

ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল, মোদী-সাক্ষাতের পরই বড় ঘোষণা 'ফ্যান-বয়' এলন মাস্কের

Jun 21, 2023 - 16:20
 0  5

'আমি নরেন্দ্র মোদীর ফ্যান'। নিজেকে মোদী ভক্ত বলে দাবি করলেন টেসলা প্রধান এলন মাস্ক। শুধু তাই নয়, আগামীদিনে ভারতে নিজের সংস্থার আনুষ্ঠানিকভাবে প্রবেশ ঘটবে বলেও প্রতিশ্রুতিও দিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বসিত টুইটার কর্তা এলন মাস্ক। একইসঙ্গে ভারত সরকারের বিরুদ্ধে টুইটার বন্ধের হুঁশিয়ারির অভিযোগ নিয়েও মুখ খুললেন তিনি।মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই চমক। এলন মাস্কের সঙ্গে তাঁর সাক্ষাৎ এখন চর্চার শিরোনামে। দু'জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। উঠে আসে একাধিক প্রসঙ্গ।মোদীর প্রশংসায় পঞ্চমুখ এলন মাস্ক আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করতে খুব ভাল হবে…আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি আগামী বছর ভারত সফরে  আসবেন বলে জানিয়েছেন টেসলা প্রধান। #newstoday #news #current_affairs #elonmusk #narendramodi #tesla  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow