Nodiya : বয়োস তো নিছকি সংখ্যা মাত্র

Apr 30, 2023 - 13:13
 0  5

৯৯ এও সাবলীন, এখনো কাজ করেন যুবতীদের মতই। সম্মান পেয়েছেন সরকারের তরফে। কিন্তু এখনো পায়নি বৃদ্ধ ভাতা। ভাঙ্গা ঘরেই দিন কাটে তার। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে জল পড়ে ভিজে যায় গোটা বিছানা। সম্মান পেয়েও অসম্মানে রয়েছেন বৃদ্ধা। স্বাভাবিকভাবে ই সরকারের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মানদা বসাক, বয়স ৯৯ বছর। এখনো কাজের ক্ষেত্রে যুবতীদের টেক্কা মারেন তিনি। নিজের অর্থ উপার্জনে এখনও ঘুরান চরকা। ভরসা করতে হয় না কোন ওষুধের। দিন কয়েক আগে রাজ্য সরকারের মহিলা কমিশন এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরের তরফে তাকে সম্মান দেওয়া হয়। কলকাতা নিয়ে গিয়ে তাকে ঘটা করে সম্মান দেওয়া হয়েছে। কিন্তু সেই বৃদ্ধা কিভাবে দিন কাটাচ্ছে সেই খোঁজ কেউ রাখেনি। আর্থিক অনটনের মধ্যেই কেটেছে জীবন। এখনো টিনের ঘরেই বসবাস করেন তিনি। কয়েক দশকের সেই টিনে রয়েছে হাজারও ছিদ্র। বৃষ্টি হলেই বিনা বাধায় জল প্রবেশ করে ঘরের মধ্যে। এ বিষয়ে আক্ষেপের সুরে মানোদা বসাক বলেন, সরকারের তরফে কোন অনুদান এখনো পাননি তিনি। কোন প্রকল্পের সুযোগ-সুবিধায় তাকে দেয়া হয়নি। পঞ্চায়েতের তরফে কখনো খোঁজ নেওয়া হয় না। তিনি বলেন ওই ভাঙ্গা ঘরেই আমি এখনো বসবাস করি। #youtube #nodiya #westbengal #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow