বৃদ্ধ মাকে ঘরছাড়া করলেন সন্তানরা | U Bangla TV
মাকে ঘরছাড়া করতে বাধ্য করলো সন্তানরা। এমনই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে গোহপুরে। গোহপুরের আশি বছর বয়সী এক মহিলার করুণ কাহিনী আপনাকে ভাবতে বাধ্য করবে আজকের মানব সমাজ কোন দিকে যাচ্ছে। নির্যাতিতা, সাবিত্রী শইকিয়া, কোন ছেলে ছাড়াই চার কন্যার জননী, তার তৃতীয় কন্যা সুমিত্রা শইকিয়া এবং সুমিত্রার স্বামী তীর্থ শইকিয়া সাবিত্রী ও তার স্বামীকে নিজের বাড়িতে রেখেছিলেন। কিন্তু প্রায় দেড় দশক আগে স্বামীর মৃত্যুর পর সাবিত্রী নির্যাতিত হতে থাকে। 2015 সালে, সুমিত্রা এবং তার স্বামী তীর্থ জালিয়াতি করে তাদের নামে 14 বিঘা জমি নিজেদের নামে লিখিয়ে নেন। তাই সাবিত্রীর অত্যাচার বেড়ে গেল। অবশেষে তিন মাস আগে সাবিত্রীকে তার মেয়ে এবং জামাই তার বাড়ি থেকে উচ্ছেদ করে। এই ঘটনায় বৃদ্ধা গোহপুর আদালত ও গোহপুর পুলিশের কাছে বিচার চেয়ে আবেদন করেছেন।
মাকে ঘরছাড়া করতে বাধ্য করলো সন্তানরা। এমনই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে গোহপুরে। গোহপুরের আশি বছর বয়সী এক মহিলার করুণ কাহিনী আপনাকে ভাবতে বাধ্য করবে আজকের মানব সমাজ কোন দিকে যাচ্ছে। নির্যাতিতা, সাবিত্রী শইকিয়া, কোন ছেলে ছাড়াই চার কন্যার জননী, তার তৃতীয় কন্যা সুমিত্রা শইকিয়া এবং সুমিত্রার স্বামী তীর্থ শইকিয়া সাবিত্রী ও তার স্বামীকে নিজের বাড়িতে রেখেছিলেন। কিন্তু প্রায় দেড় দশক আগে স্বামীর মৃত্যুর পর সাবিত্রী নির্যাতিত হতে থাকে। 2015 সালে, সুমিত্রা এবং তার স্বামী তীর্থ জালিয়াতি করে তাদের নামে 14 বিঘা জমি নিজেদের নামে লিখিয়ে নেন। তাই সাবিত্রীর অত্যাচার বেড়ে গেল। অবশেষে তিন মাস আগে সাবিত্রীকে তার মেয়ে এবং জামাই তার বাড়ি থেকে উচ্ছেদ করে। এই ঘটনায় বৃদ্ধা গোহপুর আদালত ও গোহপুর পুলিশের কাছে বিচার চেয়ে আবেদন করেছেন।
What's Your Reaction?