বিষ্ণু মূর্তি উদ্ধার করল বিষ্ণুপুর প্রশাসন | U Bangla TV
বিষ্ণুপুরে প্রায় হাজার বছরের পুরনো একটি ভগ্ন প্রায় পূর্ণ বিষ্ণু মূর্তি উদ্ধার করল বিষ্ণুপুর প্রশাসন।বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের ডিহর গ্রামের এক ব্যক্তি, গ্রামের পাশ দিয়েই বয়ে যাওয়া দারকেশ্বর নদ থেকে একটি ভগ্ন প্রায় পূর্ণ বিষ্ণু মূর্তি পায়, তড়িঘড়ি মূর্তিটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে, গোপন সূত্রে খবর পায় বিষ্ণুপুরের মহকুমা শাসক, ওই ব্যক্তির ডিহরের বাড়িতে একটি প্রতিনিধি দল পাঠায় মূর্তিটিকে উদ্ধার করার জন্য, ওই প্রতিনিধি দলে ছিলেন বিষ্ণুপুরের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সৌমি দাস, বিষ্ণুপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী, বিষ্ণুপুর যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের কিউরেটর তুষার সরকার সহ অন্যান্য আধিকারিকরা। তারা ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে আসে । প্রশাসন সূত্র খবর মূর্তিটি একটি ভগ্ন পূর্ন বিষ্ণু মূর্তি, এটি সম্ভবত পাল ও সেন যুগের অর্থাৎ একাদশ দ্বাদশ শতকের । এই মূর্তিটির বয়স আনুমানিক ১০০০ বছর। ওজন ১০ থেকে ১২ কেজি। তাদের অনুমান এই প্রস্তর ভাস্কর্যটি ক্লোরাইড পাথরের । বর্তমানে এই মূর্তিটি রাখা হবে বিষ্ণুপুর যোগেশ চন্দ্র পুরাকৃতি ভবনে ।
What's Your Reaction?