বিশ্ববরেণ্য ইংরেজি কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ও মৃত্যু বার্ষিকী

Apr 23, 2023 - 18:22
 0  3

বাংলা হোক কিংবা ইংরেজি মিডিয়াম সর্বত্র ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারের অবদান অনস্বীকার্য। আমাদের মত যারা বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রী তারা একটু উচ্চবিদ্যার দিকে এগোলেই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিভিন্ন নাটক, সনেট পড়বেই। ম্যাকবেথ, ওথেলো, কিং লেয়ার, হ্যামলেট, জুলিয়াস সিজার, দ্যা কমেডি অফ এরোর্সের মত নাটক আমরা পেয়েছি তাঁর কলমে। ইংল্যান্ডের জাতীয় কবি বা বার্ড অফ অ্যাভন সবমিলিয়ে ৩৯ টি নাটক এবং ১৫৪ টি সনেটের রচনা করেছেন। এক কথায় তিনি আধুনিক ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার। তাই আজ এই বিশ্ববরেণ্য সাহিত্যিক ও নাট্যকারের জন্মদিনে ইউ বাংলা টিভির পক্ষ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি | #youtube #shakespeare #writer #shakespearelives  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow