বিনোদ খান্নার মৃত্যুবার্ষিক | U Bangla TV

আজ ২৭ শেএপ্রিল, বিখ্যাত অভিনেতা তথা সংসদ বিনোদ খান্নার মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালে আজকের দিনেই পরলোক গমন করেন বিনোদ খান্না । বিনোদ খান্নার মৃত্যুবার্ষিকীতে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা । আজ অভিনেতার মৃত্যুবার্ষিকীতে আমরা একবার ফিরে দেখব অভিনেতার কর্মজীবন, বলিউডে দীর্ঘ কর্মজীবনে ১০০ বেশি ছবিতে অভিনয় করেছেন বিনোদ খান্না। শুধুমাত্র অভিনয়ই নয় তিনি জীবনের দ্বিতীয় ভাগে যোগ দিয়েছিলেন রাজনীতিতে, পাঞ্জাবের গুরুদাসপুর থেকে তিনি সংসদ হিসেবে নির্বাচিত হন। ৭০ এবং ৮০ দশকের সিলভার স্কিনে ঝড় তুলেছিলেন বিনোদ, ১৯৬৮ সালে বড় পর্দা তার আত্মপ্রকাশ "মন কি বাত" ছবি দিয়ে। তবে "মেরে আপনে "ছবি তাকে বলিউডে আকাশছোয়া সাফল্য এনে দিয়েছিল। তবে এরপর একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে তার জায়গা পাকা করে নিয়েছিলেন।

Apr 27, 2023 - 18:36
 0  1


আজ ২৭ শেএপ্রিল, বিখ্যাত অভিনেতা তথা সংসদ বিনোদ খান্নার মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালে আজকের দিনেই পরলোক গমন করেন বিনোদ খান্না । বিনোদ খান্নার মৃত্যুবার্ষিকীতে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা । আজ অভিনেতার মৃত্যুবার্ষিকীতে আমরা একবার ফিরে দেখব অভিনেতার কর্মজীবন, বলিউডে দীর্ঘ কর্মজীবনে ১০০ বেশি ছবিতে অভিনয় করেছেন বিনোদ খান্না। শুধুমাত্র অভিনয়ই নয় তিনি জীবনের দ্বিতীয় ভাগে যোগ দিয়েছিলেন রাজনীতিতে, পাঞ্জাবের গুরুদাসপুর থেকে তিনি সংসদ হিসেবে নির্বাচিত হন। ৭০ এবং ৮০ দশকের সিলভার স্কিনে ঝড় তুলেছিলেন বিনোদ, ১৯৬৮ সালে বড় পর্দা তার আত্মপ্রকাশ "মন কি বাত" ছবি দিয়ে। তবে "মেরে আপনে "ছবি তাকে বলিউডে আকাশছোয়া সাফল্য এনে দিয়েছিল।  তবে এরপর একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে তার জায়গা পাকা করে নিয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow