বিদ্যালয়ের শিক্ষিকার শিক্ষাদানে খামখেয়ালিপনা, অভিযোগ অভিভাবকের

Apr 25, 2023 - 16:53
 0  1


সব দিন বিদ্যালয়ে আসেন না শিক্ষিকারা এমনই অভিযোগ গ্রামবাসীর। যদিও তিন চারদিন আসেন তাও আবার সঠিক সময়ে না। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের অন্তর্গত লক্ষণচক শিশু শিক্ষা কেন্দ্রের। লক্ষণচক শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২ থেকে ১৫। আদিবাসী এলাকা হওয়ায় পড়াশোনায় খুব একটা আগ্রহ নেই এলাকার ছেলেদের মধ্যে। পঞ্চায়েত অফিসেও জানিয়েছেন গ্রামবাসীরা, তাও কোন পরিবর্তন হয়নি। গ্রামবাসীরা আরও অভিযোগ করেন ১৪-১৫ বছর বয়স হয়ে গেলেও সেই মেয়েরা ক্লাস থ্রিতেই পড়ে, এবং তারা অ-আ-ক-খ টাও ঠিকঠাক করে পড়তে পারে না, তাহলে কি পড়ান শিক্ষিকারা ? পাশাপাশি এক ছাত্রের অভিযোগ, মিড ডে মিল ঠিকঠাক দেওয়া হয়না। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এই অস্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষিকা। তবে এ বিষয়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষর কোন বক্তব্য পাওয়া যায়নি। #youtube #medinipur #medinipurnews #school  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow