বাসন্তী পুজোতে মাতলো শিলিগুড়িবাসী
শিলিগুড়ি, পার্থ প্রতিম দাসঃ শহরের প্রাণ কেন্দ্র ১২নম্বর ওয়ার্ডে বহু বছর ধরে পালিত হয়ে আসছে বাসন্তী পুজো। এবছর তাদের পুজোর ২২তম বর্ষ। তবে বিগত দুবছর সংক্রমণের জেরে বিভিন্ন উৎসবের পাশাপাশি বাসন্তী পুজোতেও পড়েছিল ভাটা। তবে এবছর শহরবাসী মেতে উঠলো বাসন্তী পুজোতে। ১২নম্বর ওয়ার্ড নাগরিক বৃন্দের পরিচালনায় মহিলাদের ব্যবস্থাপনায় পুজিত হয়ে থাকেন মা বাসন্তী। সোমবার সন্ধ্যায় মহাষষ্ঠীতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব পুজোর উদ্বোধন করে, ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুজো উদ্যগকতাদের সভাপতি বাসুদেব ঘোষের তত্ত্বাবধানে পালিত হচ্ছে বাসন্তী উৎসব। এই পুজো উপলক্ষে শিলিগুড়ির আমবাড়িতে বহু বছর ধরেই অষ্টমীতে হয়ে আসছে স্নান যাত্রা। সেই দিন থেকেই এক মেলারও আয়োজন হয়ে থাকে আমবাড়িতে, তবে শহরের প্রাণ কেন্দ্রে দুর্গ পুজোর আদলেই বাসন্তী পুজো হওয়াতে শিলিগুড়ি শহরবাসী ভিড় জমাচ্ছে বিধান রোড সংলগ্ন এই বাসন্তী পুজোতে #Siliguri #siligurinews #basantipuja #newstoday #newsupdate
What's Your Reaction?