Alipurduar : বাইসন হত্যায় অভিযুক্ত দুই |
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বাইসন মেরে বাইসনের মাংস বিক্রি করার অভিযোগে গ্রেফতার দুজন।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত সেন্ট্রাল ডুয়ার্স সংলগ্ন এলাকায় । বনদফতর সূত্রে খবর, রবিবার বনকর্মীরা জানতে পারেন যে সেন্ট্রাল ডুয়ার্স এলাকা থেকে কিছু ব্যক্তি বাইসনের মাংস বিক্রির চেষ্টা করছে। এরপর এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা সেণ্ট্রাল ডুয়ার্স এলাকায় স্নিফার ডগ নিয়ে অভিযান চালিয়ে এক বাড়িতে হানা দেয়। বনদফতর সূত্রে খবর, এদিন বাইসনের মাংস সহ একজন ৬৫ বর্ষীয় সান্তাবাহাদুর রাই ও ৩৪ বর্ষীয় সুখমান রাই নামক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।আরও একজন পলাতক রয়েছে। অভিযুক্তদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।অভিযুক্তদের সোমবার আলিপুরদুয়ার আদালতে তোলা হবে বলে বনদফতর সুত্রে খবর । #youtube #alipurduar #alipurduarnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?