Bakkhali : বাংলা নববর্ষে বকখালি সমুদ্র সৈকতে দেখা মিলছে না পর্যটকদের

Apr 15, 2023 - 16:17
 0  2

ইংরেজি নববর্ষে তিল ধারণের জায়গা থাকেনা বকখালি সমুদ্র সৈকতে কিন্তু বাংলা নববর্ষে সেই ছবিটা যেন ব্যতিক্রম। কার্যত পহেলা বৈশাখের প্রথম দিনে শুনশান বকখালি সমুদ্র সৈকত। বকখালি সমুদ্র সৈকতে পর্যটক না আসার কারণে সমস্যায় পড়েছে এলাকার ব্যবসায়ীরা। বছরের প্রথম দিন থেকেই শ্রীহীন হয়ে গিয়েছে বকখালি পর্যটন কেন্দ্র। ব্যবসায়ীদের দাবি প্রচন্ড গরমে বকখালি যেন মরুভূমিতে পরিণত হয়েছে। গরমের কারণে অধিকাংশই পর্যটক বকখালিতে আসছে না। শীতকালে যে বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে ও পর্যটকদের কোলাহলে গমগম করতো এলাকা সেই কোলাহল কোথাও যেন ফিকে হয়ে গিয়েছে। তৃণমূল নেতা প্রসেনজিৎ জানা বলেন, ইংরেজি নববর্ষে বকখালিতে পর্যটকদের ভিড় থাকলেও বাংলা নববর্ষে সেই ভিড় আর চোখে পড়ে না। দিনের পর দিন বেড়েছে গ্রীষ্মের দাবদাহ সেই কারণে অধিকাংশ পর্যটক বকখালিমুখো হচ্ছে না। এছাড়াও ইয়াস, আমফান থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বকখালির ঝাউবন থেকে শুরু করে অধিকাংশ জিনিসই ধ্বংস হয়ে গিয়েছে। বকখালীর সমুদ্র সৈকতে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য কোনরকম কিছু না থাকায় এই গরমে বকখালীতে এসে সমস্যার সম্মুখীন হয় বহু পর্যটক। রাজ্যের পর্যটন দপ্তরের পক্ষ থেকে বকখালিকে নতুন রূপে সাজানোর প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু করা হয়েছে। অনাথ বন্ধু দোলুই নামে এক ব্যবসায়ী তিনি বলেন, শীতের মৌসুমে পিকনিকের আমেজে মেতে ওঠে বকখালি কিন্তু সেটা চলে যাওয়ার পর বকখালিতে তেমন পর্যটকদের দেখা মেলে না। বকখালিতে পর্যটক না আসার কারণ দুটি এক প্রচন্ড গরম পড়াতে বকখালি মুখো হচ্ছে না কোন পর্যটক। সেই জন্য বকখালির পর্যটনের ওপর ব্যাপক প্রভাব পড়েছে মুখ থুবড়ে পড়েছে বকখালি পর্যটন শিল্প। অপর একটি কারণ হচ্ছে বকখালীর সমুদ্র সৈকতে সমুদ্রের নাব্রতা কমে যাওয়ায় সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে চড়া আর এই চড়ার কারণে সমুদ্রের জল বেশ কয়েক কিলোমিটার পিছিয়ে গিয়েছে। কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে এই গরমের মধ্যে সমুদ্রে স্নান করতে চাইছে না, বহু পর্যটকেরা। প্রশাসনের সহযোগিতায় যদি এই বকখালীর সমুদ্র সৈকতের যে সকল জায়গায় চড়া পড়েছে সেই সকল জায়গা যদি ড্রেজিংয়ের মাধ্যমে পলি সরানো যায় ।তাহলে জল অনেকটাই কাছে চলে আসবে। তখন দিঘার মতো বকখালিতেও সারা বছর পর্যটকের দেখা মিলবে। বকখালীর এক হোটেল ব্যবসায়ী মনোজ কুমার সাউ বলেন ইংরেজি নববর্ষের বকখালির বিভিন্ন হোটেল গুলিতে পর্যটকদের ভিড় লেগে থাকত কিন্তু বাংলা নববর্ষে সেই চিত্র যেন বদলে গিয়েছে। বাংলা নববর্ষে দেখা মিলছে না পর্যটকদের বকখালিতে হোটেল ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। প্রচন্ড গরমের জন্য বকখালিতে পর্যটক আসছে না জনমানব শূন্য বকখালি। কবে হাল ফিরবে বকখালি সেদিকেই তাকিয়ে রয়েছে বকখালির ব্যবসায়ীরা। #youtube #bakkhali #news #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow