বহুবছরের অপেক্ষার অবসান, বড় পর্দা মুক্তি পেতে চলেছে টেনিদা ।
দীর্ঘকায় রোগা এক ব্যক্তি, বাসস্থান পটলডাঙা। কার কথা বলা হচ্ছে, বাঙালিদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়। একদমই ঠিক। তিনি বাঙালির প্রিয় 'টেনিদা' । এমন বাঙালি খুদে খুঁজে পাওয়া বোধ হয় দুষ্কর যাঁরা টেনিদার কাণ্ডকারখানার সঙ্গে পরিচিত নন। শুধু বাচ্চারাই নয়, টেনিদায় মুগ্ধ সব বয়সীরাই। এবার সেই টেনিদাই পা রাখতে চলেছেন বড়পর্দায়। ১৯ মে পটলডাঙার বাসিন্দা টেনিদা ও তাঁর গোটা দল নিয়ে হাজির হচ্ছেন বড়পর্দায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ঝাউবাংলোর রহস্য গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় 'টেনিদা অ্যান্ড কোম্পানি' নিবেদন করেছেন সুরিন্দর সিং এবং নিসপাল সিং রানে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। টেনিদা মানে বাঙ্গালীদের কাছে ইমোশন নিঃসন্দেহে ছবিটি নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে দর্শক মহলে।
What's Your Reaction?