ফের লেপার্ডের হানায় জখম হল এক চা শ্রমিক | U Bangla TV
ফের লেপার্ডের হানায় জখম হল এক চা শ্রমিক এই ঘটনায় বুধবার দুফুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে । এদিন আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক মানিক মিঞা বাগানে কাজ করছিল ঐ সময় তিনটি লেপার্ড একসাথে তার উপর হামলা চালায় । লেপার্ড মানিক মিঞা হাতে থাবা বসায় । মানিক মিঞা নিজের প্রাণে বাঁচাতে লাঠি দিয়ে তিনটি লেপার্ডের সাথে লড়াই করে। এবং তার চিৎকারে অন্যান্য চা শ্রমিকরা দৌড়ে চলে এলে লেপার্ড তিনটি পালিয়ে যায় । পরবর্তীতে বাগানের শ্রমিকরা মানিক মিঞা কে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । আটিয়াবাড়ি চা বাগানে সম্প্রতি ঘন ঘন লেপার্ডের আক্রমণের ঘটনা সামনে আসছে । দুই সপ্তাহ পূর্বেও একজন মহিলা চা শ্রমিক আটিয়াবাড়ি চা বাগানে লেপার্ডের হানায় জখম হয়েছিল।
ফের লেপার্ডের হানায় জখম হল এক চা শ্রমিক এই ঘটনায় বুধবার দুফুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে । এদিন আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক মানিক মিঞা বাগানে কাজ করছিল ঐ সময় তিনটি লেপার্ড একসাথে তার উপর হামলা চালায় । লেপার্ড মানিক মিঞা হাতে থাবা বসায় । মানিক মিঞা নিজের প্রাণে বাঁচাতে লাঠি দিয়ে তিনটি লেপার্ডের সাথে লড়াই করে। এবং তার চিৎকারে অন্যান্য চা শ্রমিকরা দৌড়ে চলে এলে লেপার্ড তিনটি পালিয়ে যায় । পরবর্তীতে বাগানের শ্রমিকরা মানিক মিঞা কে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । আটিয়াবাড়ি চা বাগানে সম্প্রতি ঘন ঘন লেপার্ডের আক্রমণের ঘটনা সামনে আসছে । দুই সপ্তাহ পূর্বেও একজন মহিলা চা শ্রমিক আটিয়াবাড়ি চা বাগানে লেপার্ডের হানায় জখম হয়েছিল।
What's Your Reaction?