ফের রুশ আক্রমণ, বিস্ফোরণে বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে ইউক্রেনে |
ফের রুশ আক্রমণ, বিস্ফোরণে বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে ইউক্রেনে |
দক্ষিণ ইউক্রেনের খেরসনে একটি বাঁধে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে চাপানউতোর। বিস্ফোরণে নোভা কাখোভকা শহরের মূল বাঁধটি ধ্বংসের পিছনে রুশ হামলাকে দায়ী করেছে জেলেনস্কির দেশ। এর জেরে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর। যদিও ইউক্রেনের দাবি অস্বীকার করেছে মস্কো। দেশের মূল বাঁধটি রুশ আক্রমণে ধ্বংস হয়েছে বলে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে দাবি করা হয়। এর ফলে ইউক্রেনের একাধিক এলাকা প্লাবিত হয়েছে বলে জানান তাঁরা। বাঁধ ধ্বংসের জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্লাবন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে ইউক্রেনের তরফে আশঙ্কা প্রকাশ করেছে।খেরসনের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন জানিয়েছেন যে দেশের প্রধান বাঁধটি ধ্বংস হওয়ায়, পশ্চিম ডিনিপ্রোর দশটি গ্রাম এবং খেরসনের শহরের একটি অংশ প্লাবিত হতে পারে। বন্যা পরিস্থিতির জন্য এলাকার মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে নীচু এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান খেরসনের আঞ্চলিক গভর্নর। বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে পড়ার একটি ছবি সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রধান বাঁধটি যে ধ্বংস হয়ে গেছে, তা স্বীকার করে নিয়েছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাও। এতে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে জানায় রুশ সরকারি সংবাদমাধ্যমটি। রুশ সেনার বিস্ফোরণে বাঁধটি ধ্বংস হয়েছে বলে ইউক্রেনের তরফে যে দাবি করা হয়েছে, তা নস্যাৎ করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। রুশ সেনা হটাতে ইউক্রেনের গোলাবর্ষণে বাঁধটি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
#news #banglanews #internationalnews #russia #ukraine #war
What's Your Reaction?