Asansol : প্রায় চার বছর পর বিধায়কের উদ্যোগে ভূঁইয়া ধাওড়া গ্রামে এলো বিদ্যুৎ
প্রায় এক মাস আগেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এসে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় কাছে সালানপুর পঞ্চায়েতের ভূঁইয়া ধাওড়া গ্রামের মানুষজন মিলে আবদার করেন তাদের গ্রামের বিদ্যুৎ সংযোগ নিয়ে।তখনই বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাদের কথা দিয়েছিলেন যত দ্রুত সম্ভব তাদের বাড়িতে বিদ্যুৎ তিনি পৌঁছে দেবেন।আর ঠিক এক মাসের মধ্যেই গ্রামে ২৫কেবি ট্রান্সফর্মার বসিয়ে ১৫০টি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন বিধায়ক বিধান উপাধ্যায়।আর শনিবার ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে ২৫কেবির ট্রান্সফর্মাটির উদ্বোধন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।এবং তারসঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,তৃণমূল নেতা ফুচু বাউরি সহ আরো অনেকে।এইদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন ভূঁইয়া ধাওড়া গ্রাম আগে ইসিএলের জায়গায় বসে ছিলো কিন্তু বনজেমারী কলিয়ারী যখন সম্প্রসারণ হয় তখন এই গ্রাম উঠে বসে সালানপুর গ্রাম পঞ্চায়েতের এই জায়গায়। কিন্তু বহু বছর ধরে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিলো না।আর গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে আসি তারা সবাই মিলে আমাকে বলেছিল এই সমস্যার কথা। আমি উচ্চ নেতৃত্বরা এবং বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে ট্রান্সফর্মাটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। #youtube #bardhaman #bardhman_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?