প্রধানমন্ত্রী হিসেবে ৯ বছর মেয়াদকাল পূর্ণ করায় ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক
আগরতলা কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে দলীয় পদাধিকারীদের নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছরের কার্যকালে ত্রিপুরায় এবং সারাদেশে যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা নিয়ে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড: সুফী এম.কে. চিশতি সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ৯ বছর মেয়াদকাল পূর্ণ করেছেন। এই সময়কালের মধ্যে গৃহীত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলি জনসমক্ষে তুলে ধরার ব্যাপক উদ্যোগ নিয়েছে বিজেপি। আগামী ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত এক মাস ব্যাপী জনসংযোগ অভিযান করার জন্য বলা হয়েছে। এই অভিযানকে সফল করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যে'র পৌরহিত্যে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। #youtube #tripura #agartala #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?