প্রধানমন্ত্রী দপ্তরের পোস্ট কার্ড, আদানি একাউন্টে কুড়ি হাজার কোটি টাকা
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপাতা পোস্ট অফিসে কংগ্রেসের কয়েকশো ছাত্র যুব প্রধানমন্ত্রীর দপ্তরে শতাধিক চিঠি পাঠালেন। তাদের এই কর্মসূচি সারা ভারতবর্ষ জুড়ে চলবে দু'লক্ষ চিঠি পাঠানো হবে, তার প্রথম পর্যায়ে পোস্ট করা শুরু হলো। উত্তর ২৪ পরগনা জেলার ছাত্র পরিষদের পাপাই ঘোষ বলেন আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে। একটাই দাবি পরিকল্পনা করে কংগ্রেসের রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হল পাশাপাশি আদানীর অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকা কি করে ঢুকলো এই টাকা কার তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে এ লড়াই জারি থাকবে দেখছেন রাজ্যে কিভাবে দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসে শাসক দল থেকে নেতাকর্মী সমর্থকরা কংগ্রেসের যোগদান করছেন। এবারের পঞ্চায়েত নির্বাচন যদি সুষ্ঠু স্বাভাবিক হয় তৃণমূল কংগ্রেস একটি আসন ও পাবে না। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। সারা ভারতবর্ষের জুড়ে আগামী দিনে আমরা ২ লক্ষ পোস্ট কার্ড বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী দপ্তরে পাঠাবো। #youtube #bjp #bjpnews #narendramodi #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?