পূর্ব বর্ধমানের চুরি সোনা এমনকি হীরের টুকরো |
পাঁচ মাস পর চুরি যাওয়া গহনা উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ভাতারের ভূমশোর গ্রামের ইসমাতারা বেগম কয়েকদিন বাড়িতে ছিলেন না।তিনি আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। তার স্বামী মুম্বাইয়ে থাকেন।ওই সুযোগে গত ১৭ অক্টোবর ইসমাতারা বেগমের বাড়ির আলমারি ভেঙে ৯ ভরি সোনা চুরি হয়। ভাতার থানার পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে। ওই সময়ে ইসমাতারা বেগমের পাশের বাড়িতে বাড়ি তৈরির কাজ হচ্ছিল। পুলিশ রাজমিস্ত্রীদের সন্দেহের তালিকায় রাখে এবং তাদের গতিবিধি লক্ষ্য করতে শুরু করে।
এরপর গত ৪ এপ্রিল প্রথমে ভূমশোর গ্রামের এক বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রামের আর এক জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দু'জনেই রাজমিস্ত্রীর কাজ করে।পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে বর্ধমান থেকে আরো দু'জনকে পুলিশ গ্রেফতার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, ৭৮ গ্রাম সোনা ও দুটি হিরের টুকরো পুলিশ উদ্ধার করেছে। #youtube #bardhaman #bardhman_news #purbobardhman @ubanglatvofficial
What's Your Reaction?