পুলিশি হুমকির মুখে মহিলা | U Bangla TV

গত মার্চ মাসের ১২ তারিখ ত্রিপুরা মতিনগর এলাকার প্রথম শ্রেণীর ছাত্রীকে ভারত-বাংলাদেশের তারকাটা বেড়ার ওইপাড় থেকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ৬০ বছরের পাষন্ড বৃদ্ধ দুলাল মিয়া সাইকেলে চেপে পার্শ্ববর্তী অন্য একটি গ্রামে খামারহাটি এলাকায় গভীর জঙ্গলের ভেতরে নিয়ে যায়l সেখানে গিয়ে প্রথম শ্রেণীর ছাত্রীটি'কে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে পাষণ্ড ৬০ বছরের বৃদ্ধ দুলাল মিয়া l কিন্তু সেই ছোট্ট শিশুটির চিৎকারে ওই এলাকার এক ব্যক্তি এগিয়ে আসলে ৬০ বছরের বৃদ্ধ দুলাল মিয়া ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় lপরবর্তী সময়ে ওই ব্যক্তি ছোট্ট শিশুটিকে মতিনগর এলাকায় তার পরিবারের হাতে তুলে দেয়l পরে ছোট্ট শিশুটির পরিবারের পক্ষ থেকে আগরতলা আমতলী থানায় মামলা দায়ের করা হয়l আগরতলা আমতলী থানার পুলিশ নামে মাত্র দুইবার এসে ৬০ বছরের পাষণ্ড বৃদ্ধ দুলাল মিয়াকে গ্রেফতার না করতে পেরে ওই এলাকায় আর আসেনিl পরবর্তী সময়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ছোট্ট শিশুটির বাড়িতে এসে শিশুদের খোঁজখবর নেয় এবং ছোট্ট শিশুটির মা'কে জানিয়েছিল অভিযুক্ত ৬০ বছরের পাষন্ড বৃদ্ধ দুলাল মিয়ার শাস্তি হবেl কিন্তু আজ একমাস ছয় দিন অতিক্রান্ত হওয়ার পর আগরতলা আমতলী থানার পুলিশ কেন সেই ছোট্ট শিশুটির মা'কে হুমকি দেয় মামলা প্রত্যাহারের জন্য এবং বাড়ি থেকে বলপূর্বক তুলে নিয়ে যায় থানার মধ্যে সাদা কাগজে স্বাক্ষর করার জন্য? ছোট্ট শিশুটির মা সাদা কাগজে স্বাক্ষর না করাই সেই অসহায় মহিলার মোবাইল ফোন কেড়ে নিয়ে যাই আগরতলা আমতলী থানার পুলিশ অভিযোগ l শুধু তাই নয় সেই মহিলাকে বিভিন্নভাবে থানার মধ্যে মানসিকভাবে নির্যাতন চালায় আগরতলা আমতলী থানার পুলিশ বলে ও অভিযোগ উঠছেl এখন প্রশ্ন হল আগরতলা আমতলী থানায় ছোট্ট শিশুটিকে ৬০ বছরের পাষন্ড বৃদ্ধ দুলাল মিয়ার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ নিয়ে মামলা করলে তা নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে? ছোট্ট শিশুটির অসহায় মা আগামীদিনে আগরতলা আমতলী থানা পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। @UBanglaTV

Apr 19, 2023 - 13:07
 0  5

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow