পাতিলেবুর খোসা ফেলে না দিয়ে খান, বাড়তি ওজন ঝরিয়ে রোগা হবেন, হার্টও ভাল থাকবে

পাতিলেবুর খোসা ফেলে না দিয়ে খান, বাড়তি ওজন ঝরিয়ে রোগা হবেন, হার্টও ভাল থাকবে

Jun 14, 2023 - 18:19
 0  20

প্রকৃতির কোনও উপাদানই বোধহয় উপকারিতাহীন নয়৷ প্রাকৃতিক সম্পদ কিছুই যায় না ফেলা৷ সেরকমই এক উপাদান হল লেবুর খোসা৷ গরমে পাতিলেবু, গন্ধরাজলেবু, কাগজী লেবুর ব্যবহার নানাভাবে হয় আমাদের রান্নাঘরে৷ কিন্তু আমরা সেগুলির খোসা ফেলে দিই৷ কিন্তু এই  লেবুর খোসায় থাকে অনেক গুনাগুন আজ আমরা কথা বলবো সেই গুনাগুন নিয়ে।লেবুর খোসায় থাকা পেক্টিন উপাদান সাহায্য করে ওজন কমিয়ে ফেলতে৷লেবুর খোসায় থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড অরুচি দূর করতে সাহায্য করে।লেবুর খোসায় থাকা ভিটামিন সি, পেক্টিনের মতো উপকারী উপাদান থাকার জন্য রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে৷ ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে৷ভিটামিন সি-এর মতো অ্যান্টি অক্সিড্যান্ট থাকার ফলে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে লেবুর খোসা৷ মরশুম পরিবর্তনের সময় সুস্থ থাকতে লেবুর খোসা রাখতে হবে ডায়েটে৷ #helthcare #diet #lemonbenefits  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow