পর্যাপ্ত জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে

Apr 14, 2023 - 00:17
 0  16

দুর্গাপুর : এই গরমে পর্যাপ্ত জল নেই, আর জলের এই সংকটে এবার বন্ধ হয়ে গেলো দুর্গাপুরের মুচিপাড়ার কাছে কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে। দুই দিন ধরে পর্যাপ্ত জল না আসাতে এখন মিড দে মিল রান্না না হওয়ায় সমস্যায় পড়েছেন স্কুলের প্রায় ১৯২ জন পড়ুয়া। স্কুলের তরফে ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম কুমার ব্যানার্জী বলছেন বিষয়টি দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে কিন্তু কাজ হয়নি এখনো, একই অভিযোগ স্কুলের সহ শিক্ষক চিরঞ্জিত ধীবর, তার দাবি অবিলম্বে স্থায়ীভাবে একটি টিউবয়েল বসানো না গেলে পরিস্তিতি আরো ভয়ঙ্কর হবে। এর আগেও জলের সমস্যা তৈরী হয়েছিল, কিন্তু সেবার কোনো ক্রমে সামাল দেওয়া গিয়েছিল, কিন্তু এইবার আর সমস্যার সমাধান হচ্ছে না। মিড ডে মিলের রান্না না হওয়াতে এখন ক্ষোভে ফুসছে অভিবাবকরাও, তারা অগত্যা বাড়ি থেকে খাবার এনে দিচ্ছেন যাতে করে অসুবিধে না হয় পড়ুয়াদের। জলের সংকট মোকাবিলাতে কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশেই থাকা একটি বাড়ি থেকে পাইপ লাগিয়ে জল এনে মিড ডে মিলের রান্না চলছিল, এখন সেখানেও বেঁধেছে বিপত্তি,জল আর দিতে চাইছে না ঐ বাড়ির মালিক, যার জেরে মিড ডে মিলের রান্নার সামগ্রী থাকলেও রান্না আর সম্ভব হচ্ছে না স্কুলে, রাঁধুনিরা বসে আছেন রান্নাঘরে। বারবার দুর্গাপুর নগর নিগমকে জানানোর পরও কেন কাজ হয়নি সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। যখন রাজ্যের মন্ত্রী সান্ত্রীরা মিড ডে মিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিষদগার করছে ঠিক তখন পরিকাঠামোগত ক্ষেত্রে গোড়াতেই যে কত গলদ লুকিয়ে রয়েছে দুর্গাপুরের মুচিপাড়ার কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ের জলের অভাবে মিড ডে মিল রান্না না হওয়ার ঘটনায় এখন বেজায় বিড়ম্বনাতে শাসক দল। এই ইস্যুতে সমালোচনার সুর বিরোধীদের গলাতে, একজোট হয়ে বিরোধীরা বিঁধেছে রাজ্যের শাসক দলকে। #middaymeals #durgapurnews

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow