নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি
নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি
ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল ১০৩ জনের। নিখোঁজ বহু। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের পাটেগি জেলায়। জানা গিয়েছে, গত সোমবার একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে আচমকাই নাইজার নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। ওই নৌকায় ছিলেন প্রায় ৩০০ জনের বেশি যাত্রী। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে অনেক শিশুও। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। এখনও নিখোঁজ রয়েছে বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। চলছে উদ্ধারকাজ। তবে নাইজেরিয়ার সরকারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী উঠেছিলেন, সেই কারণে ঘটেছে দুর্ঘটনাটি। নাইজার রাজ্য থেকে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে গন্তব্যে ফিরছিল নৌকাটি। জানা গিয়েছে, বহু মানুষ বাইকে চেপে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যায় তাই নাইজার থেকে ওই নৌকাতেই বাড়ি ফেরার জন্য রওনা দেন বহু মানুষ। যার ফলে নৌকায় যাত্রী সংখ্যা বৃদ্ধি পায়। #newstoday #news #current_affairs #nigeria @ubanglatvofficial
What's Your Reaction?