নদীতে অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ
শিলিগুড়িঃ নদীতে অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি ট্রাক, ২টি ট্রাক্টর আটক করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার ২ জন।প্রসঙ্গত, কিছুদিন আগেই নদী থেকে বালি তোলার সময় বালি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ কিশোরের। এই ঘটনার পর অবৈধ খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে অনির্দষ্টকালের জন্য নদী থেকে বালি পাথর তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বিভিন্ন নদীঘাটে চলছে নজরদারি। এরপরও প্রশাসনের নির্দেশিকাকে আমান্য করে রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালি পাথর তুলছে কিছু মানুষ। এই খবর পেয়েই ভক্তিনগর থানার আইসি তাঁর টিমকে নিয়ে অভিযান চালায়।জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহানন্দা নদী থেকে বালি চুরি হচ্ছে। এই খবর পেয়েই অভিযান চালিয়ে বালি পাথর বোঝাই ৪টি ট্রাক এবং ২ ট্রাক্টর আটক করে পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। #youtube #siliguri #siligurinews @ubanglatvofficial
What's Your Reaction?