দৃশ্যমের মাস্টার স্ট্রোক
দৃশ্যমের মাস্টার স্ট্রোক
কোরিয়ান ভাষায় মুক্তির অপেক্ষায় অজয়-তব্বুর ছবি। সালটা ছিল ২০১৫। সেই বছর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত মাস্টারবাস্টার মুভি 'দৃশ্যম'। এর সাত বছর পর অর্থাৎ ২০২২-এ বড় পর্দায় দৃশ্যম ২ প্রথমভাগের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায়। বক্স অফিসে ক্রাইম থ্রিলার দৃশ্যমের দুটি পর্বের সাফল্যের পর এবার সোজা বিদেশ পাড়ি দৃশ্যমের। না, বিদেশের হলে মুক্তি পাচ্ছে না। আসলে কোরিয়ান ভাষায় তৈরি হবে দৃশ্যম। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ নিজের টুইটে সুখবর শেয়ার করেছেন। অজয়-তব্বু- শ্রীয়া সোরেন অভিনীত দৃশ্যমের সাফল্যে খুশি ভক্তরা। কোরিয়ান সিনেপ্রেমীরাও দৃশ্যমের মুক্তিতে উচ্ছ্বসিত। এদিকে দৃশ্যমের তৃতীয় পর্বের জন্য অপেক্ষারত দেশি ভক্তরা।
What's Your Reaction?






