দুর্গাপুর বিধাননগরে 'ঈদ-উল-ফিতর' এর নামাজ
রমজানের রোজার শেষে শনিবার সকালে দুর্গাপুর বিধাননগরের একটি ঈদগাহে 'ঈদ-উল-ফিতর' ( ঈদ) এর নামাজ হয়। মুসলিম সম্প্রদায়ের এই পবিত্র উৎসব 'ঈদ' মানে আনন্দ উৎসব। যা বারবার ফিরে আসে। 'ফিতর' মানে উপবাস ভঙ্গ করা বা রোজা ভাঙা। রমজানের রোজার শেষে এই ঈদ আসে বলে এর নাম 'ঈদ-উল-ফিতর'। এটি রোজার ঈদ হিসেবেও পরিচিত।
শনিবার সকালে নতুন পোশাক পরে ঈদগাহ আসেন নামাজ পড়ে। ঘরে ঘরে ভোজের আয়োজন হয়। আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সবাইকে কোলাকুলি, সালাম ও শুভেচ্ছা জানায় এদিনের উৎসবে। #youtube #durgapurnews #durgapur #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?