থাইল্যান্ডের অর্কিড চাষ উত্তরবঙ্গের মাটিতে
উত্তরবঙ্গের মাটিতে হয় ছয় প্রজাতির ট্রপিকাল অর্কিড । এই গাছের চারা থাইল্যান্ড থেকে এনে জলপাইগুড়ির মোহিতনগরের সরকারি ফার্মে চাষ করার উদ্যোগ গ্রহণ করল কৃষি দফতর। দশ একর জমিতে পিপিপি মডেলে এই উদ্যোগ শুরু হয়েছে। ফার্মে বিভিন্ন প্রাজাতির অর্কিড চাষের পরিকাঠামো খতিয়ে দেখলেন অতিরিক্ত মুখ্যসচিব তথা হটিকালচার বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সুব্রত গুপ্ত, সঙ্গে ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা ও কৃষি দফতরের আধিকারিকরা। চারা গুলির মধ্যে রয়েছে লেবু, আম, পেয়ারা, আপেল কুল, চালতা এমনকি ড্রাগন ফল ও স্ট্রবেরি চাষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরজন্য বড় এলাকা জুড়ে পলিহাউজ তৈরি করার কাজ শেষ। তিন-চার বছরের মধ্যে কৃষকরা খুবই উপকৃত হবেন বলে দাবি কৃষি দফতরের। গতবছর প্রায় সাত লক্ষ চারাগাছ বিক্রি করা হয়। লাভের একটা অংশ সরকারি কোষাগারে জমা পরে ৬২লক্ষ টাকা। এবছর কোষাগারে এক কোটি টাকা জমা পড়ে। #youtube #newjalpaiguri #njp #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?