ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে দেখা করলেন তিপ্রামথা দলের সুপ্রিমো | U Bangla TV
রবিবার রাতে আগরতলাস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে দেখা করে এডিসি এবং ত্রিপুরার জনজাতি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে নানা বিষয়ে তার কথোপকথন হয়েছে। এর মধ্যে রয়েছে এডিসি'তে 'কাস্টমারি ল বিল, ল্যান্ড রেভিনিউ বিল,সহ বেশ কিছু বিল পাশ হওয়ার পর তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। বেশ কয়েকমাস ধরে রাজ্যপালের কাছে এই বিলগুলি পড়ে রয়েছে। বিলগুলিকে বাস্তবায়িত করা হচ্ছে না। এই বিষয়টি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে তুলে ধরেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন বললেন তিনি। অন্যদিকে ত্রিপুরার এডিসি এলাকায় পানীয় জলের যে সমস্যা রয়েছে তা সমাধানের জন্য বলা হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে। এছাড়া এডিসি প্রশাসন জনজাতি এলাকায় স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প হাতে নিলেও অর্থের অভাবে সেগুলি করা যাচ্ছে না।
What's Your Reaction?