Tripura : ত্রিপুরার জনজাতি মানুষদের ঐতিহ্যবাহী গড়িয়া পুজোতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী
আগরতলা কৃষ্ণনগর সুপারিবাগানের মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ত্রিপুরার জনজাতি মানুষদের ঐতিহ্যবাহী গড়িয়া পুজো এবং আদিবাসী সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাদ্য উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। প্রথা অনুযায়ী বাংলা নববর্ষের ৭ দিন পর ত্রিপুরার এই পুজো মূলত জনজাতি সম্প্রদায়ের হলেও গড়িয়া উৎসবে এখন জাতি, ধর্ম নির্বিশেষে মানুষ সামিল হন। শুক্রবার ত্রিপুরার ঐতিহ্যবাহী জনজাতি মানুষদের গড়িয়া পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। হিন্দু দেবতা দুর্গাপুত্র গণেশকে সনাতন আদিবাসীরা গড়িয়া রূপে পুজো করেন। এই গড়িয়া পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?