তুরস্ক থেকে ৩৬৯ মিলিয়ন ডলারের ড্রোন কিনবে কুয়েত
তুরস্ক থেকে ৩৬৯ মিলিয়ন ডলারের ড্রোন কিনবে কুয়েত
তুরস্ক প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে টিবি২ ড্রোন কেনার জন্য ৩৬৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছে কুয়েত। দুই সরকারের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়েছে বলে কুয়েতি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।তবে ঠিক কয়টি ড্রোন কেনা হবে এবং কখন সরবরাহ করা হবে, তা বিবৃতিতে বলা হয়নি।সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে বাইকার টিবি২ ড্রোনের সাফল্যের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে এই ড্রোনের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। এছাড়া রুশ বাহিনীকে ব্যর্থ করার কাজে ইউক্রেনের সামরিক বাহিনীও তুর্কি ড্রোন ব্যবহার করে।এই চুক্তির ফলে কুয়েত ২৮তম দেশ হিসেবে বাইরাকতার টিবি২ ড্রোন ক্রয় করল। #newstoday #news #current_affairs #turkey #biker #quatet @ubanglatvofficial
What's Your Reaction?