Tripura : তীব্র গরমের জেরে ডাব ও তরমুজের চাহিদা ঊর্ধ্বমুখী
ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে প্রচন্ড গরমে নাজেহাল মানুষ। আর এই তীব্র গরম থেকে শরীরকে সুস্থ রাখতে ডাবের জল এবং তরমুজের চাহিদা তুঙ্গে আগরতলা শহরে। ডাবের দোকানে চাহিদা বেশি থাকার ফলে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এবং এই কৃত্রিম সংকটেই ব্যবসায়ীরা ৫০ টাকার ডাবের দাম বৃদ্ধি করেছে ১০০ টাকায়। তীব্র গরম থেকে রেহাই পেতে ক্রেতারাও ১০০ টাকা দরেই ডাব কিনে ডাবের জল পান করছেন । একই সাথে তরমুজের চাহিদা ও রয়েছে অনেক বেশি। তরমুজের দাম কোথাও ৩০ টাকা, তো কোথাও ৫০ আবার কোথাও দেখা যাচ্ছে ১০০ টাকা। মঙ্গলবার আগরতলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?