ডুয়ার্সের চা বাগান গুলো এখন কাঠ পাচারকারী দের মাধ্যম হয়ে উঠেছে | U Bangla TV
ডুয়ার্সের চা বাগান গুলো এখন কাঠ পাচারকারী দের মাধ্যম হয়ে উঠেছে। এখন চা বাগানে গাছ কেটে লুকিয়ে রাখছে পাচারকারীরা এবং সেখান থেকে অন্যত্র পাচার হচ্ছছ । চা বাগানের ভিতর থেকে শনিবার লক্ষাধিক টাকা মূল্যের মূল্যাবান সেগুন কাঠ উদ্ধার করল বনদফতর। শনিবার সকালে কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগানের ভিতর থেকে ৩৫ সি এফ টি সেগুন কাঠ উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা । এদিন বনকর্মীদের কাছে খবর আসে চোরাকারবারীরা চা বাগানের ভিতরে কাঠ লুকিয়ে রেখেছে বনকর্মীরা খবর পাওয়া মাত্র চিঞ্চুলা চা বাগানে অভিযান চালিয়ে চা বাগানের ভিতর থেকে কাঠ গুলো উদ্ধার করে উদ্ধারকৃত কাঠ পানা রেঞ্জে নিয়ে আসা হয়েছে।
What's Your Reaction?