জাতীয় সড়কে বুনো দাঁতাল,ভোগান্তি সাধারণ মানুষের
প্রায় এক ঘন্টার বেশি সময় জাতীয় সড়ক অবরোধ করে রাখে একটি হাতি , সড়কের দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়, আটকে পরে বহু মানুষ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরে আলিপুরদুয়ার জেলার গরমবস্তি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বক্সা প্রকল্পের জঙ্গল থেকে আচমকা একটি বুনো দাঁতাল জাতীয় সড়কের উপরে চলে আসে।#news #kolkata #trending
What's Your Reaction?