জলপাইগুড়ি : বন্যপ্রাণী শিকার করে বিক্রি হচ্ছে, অপরাধীদের গ্রেফতার করলেন বনদপ্তর
বন্য প্রান শিকার করে, মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি বিভাগীয় বনদপ্তরের, বন কর্মীরা। ধৃত ওই ব্যক্তির নাম যমেন ওঁড়াও (৩৪)। সে লাটাগুড়ির বুধুরাম ফরেস্ট বস্তির বাসিন্দা। আজ যমেন ওঁড়াওকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জানাগেছে অনেক দিন থেকেই বন দপ্তরের কাছে খবর আসছিলো গরুমারা জাতীয় উদ্যানকে কেন্দ্র করে একটি চক্র তৈরি হয়েছে, যারা বন্য প্রান শিকার করছে। সেই বন্যপ্রানের মাংস বিক্রি করছে। এই খবর পাওয়ার পরেই খোঁজ খবর শুরু করে দপ্তর। গোপন সুত্রে খবর আসে বুধুরাম ফরেস্ট বস্তির কয়েকজন যুবক এই কাজের সাথে যুক্ত রয়েছে। যার মাথা যমেন ওঁড়াও। এর পরেই গত রাতে ওই যুবকের বাড়িতে অভিযান চালায় জলপাইগুড়ি বিভাগীয় বন দপ্তরের লাটাগুড়ি, মরাঘাট,ডায়না সহ একাধিক রেঞ্জের বনকর্মীরা। তার বাড়ি থেকে যে ধনুক সহ যে তীর উদ্ধার করা হয়েছে তাতে রক্ত মাখা ছিল। শুধু তাই নয় ওই তীর প্রতিদিন ব্যবহার করা হয় বলেও জানিয়েছেন বনকর্মীরা। তবে এই ঘটনার সাথে আরো যারা যুক্ত তাদের খোঁজ চালান হচ্ছে।
What's Your Reaction?