'জননী' - এর স্রষ্টা, তোমারে প্রণাম
বাংলা কথাসাহিত্যের জগতে যে কয়েকজন লেখকের হাত ধরে বৈপ্লবিক ধারার সূচনা হয়, তাঁদের মধ্য মানিক বন্দোপাধ্যায় অন্যতম। মানিক বন্দোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, এবং ডাক নাম 'মানিক'। এই ডাক নামকে সঙ্গী করেই সাহিত্য জগতে পদার্পন করেন তিনি। স্নাতক শ্রেণীতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' প্রকাশিত হয়। অর্ধশতাধিক উপন্যাস এবং দুশো চব্বিশটি গল্প রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর বিখ্যাত 'জননী' উপন্যাসের মধ্য দিয়ে চিনে নেওয়া যায় তাঁর মা -কে। ১৯৩৬ সালে প্রকাশিত 'পদ্মানদীর মাঝি' এবং 'পুতুলনাচের ইতিকথা' - এর মধ্য দিয়ে তিনি সমাজের বাস্তবতাকে ফুটিয়ে তোলেন। এছাড়াও তিনি বইপোকাদের উপহার দিয়ে গেছেন 'চতুস্কোন', 'সার্বজনীন', 'শহরতলী', 'ফেরিওয়ালা' এর মতো কালজয়ী উপন্যাস। আজ, ১৯ শে মে বাংলা সাহিত্যের রূপকের স্রষ্টা মানিক বন্দোপাধ্যায়ের জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা।
What's Your Reaction?