Tripura : গ্রেফতার কংগ্রেসের নেতা মন্ত্রীরা |
সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের প্রতিবাদে শনিবার সারাদেশে কংগ্রেস দল আন্দোলন কর্মসূচী গ্রহন করেছে।তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা কুঞ্জবন সার্কিট হাউসের গান্ধীমূর্তির পাদদেশে এক বিক্ষোভ ধর্নার কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরার কংগ্রেস দলের নেতা,কর্মীরা। একটি মিছিল বের করে তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মিছিল আটকে পুলিশ গ্রেফতার করে কংগ্রেস নেতা মন্ত্রীদের। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ কংগ্রেস দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, দিল্লির সংসদে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কোন কথা বলতে দেওয়া হচ্ছে না। কেন বলতে দেওয়া হচ্ছে না? গণতন্ত্র, সংবিধানকে এই দেশে অচল করে রেখেছে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর সরকার। তাই রাহুল গান্ধী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। রাহুল গান্ধী জানতে চাইছেন,২০ হাজার কোটি টাকা প্রতিরক্ষার যে ঠিকাদারী যার উত্তর দিতে পারছেন না আদানি তার বিরুদ্ধে কথা বলতে গেলেই দিল্লির সংসদে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়েছে | #youtube #tripura #tripuranews #congressnews #congress #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?