খাস জায়গা দখলমুক্ত করল ধলাই ত্রিপুরা জেলা আমবাসা প্রশাসন
ধলাই ত্রিপুরা জেলা আমবাসা পুরপরিষদ এবং মহাকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে জবরদখল মুক্ত করা হলো সরকারি ভূমি। মহকুমা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কৃত্তিকা সাহার নেতৃত্বে আমবাসা বাজার এলাকায় নির্মিত চন্দন দাসের টিনের ছাউনি দেওয়া বিশাল বিল্ডিং ঘরটিকে ড্রজার দিয়ে ভেঙ্গে জায়গা দখলমুক্ত করা হয়। জানা গেছে, আমবাসা বাজারের পূর্বাংশে তৈরী করা হবে সিটি সেন্টার। সেই লক্ষ্যে অবৈধ নির্মাণটি ভেঙ্গে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য অবৈধ নির্মাতাদেরকেও মহকুমা প্রশাসনের পক্ষে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?