Bankura : খাতড়া গভর্মেন্ট আইটিআই কলেজে বাৎসরিক অনুষ্ঠান |
বাঁকুড়া জেলার খাতড়া গভর্মেন্ট আইটিআই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। দুদিন ব্যাপী চলেছিল এই অনুষ্ঠান। কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে নিজেদের হাতের কাজ তৈরি করে প্রদর্শন। এদিন তাদের পুরস্কৃত করা হল। জানা গেছে শান্তিনিকেতন কালচারাল একাডেমী ও খাতড়া গভর্মেন্ট আই টি আই এর যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও নানান সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই অ্যানুয়াল ফেস্টিভাল টি । ৬ই এপ্রিল বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, তারপর কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বরণ করে নেয় কলেজের ছাত্র-ছাত্রীরা।
এদিনের এই অনুষ্ঠানটি আয়োজিত হয় খাতড়া গভর্মেন্ট আই টি আই কলেজ চত্বরে। আবৃতি, নৃত্য, গান, শিক্ষামূলক নাটক, সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এবং শুক্রবারেও সকাল থেকে এই কলেজে চলে নানান সংস্কৃতি অনুষ্ঠান। শুক্রবার কলেজে উপস্থিত হন খাতড়া SDO নেহা ব্যানার্জি। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান কলেজের প্রিন্সিপাল সিরাজ আলী খান। খাতড়ার SDO নেহা ব্যানার্জি বলেন সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারে এবার নতুন একটা প্রকল্প শুরু হয়েছে যার নাম ভবিষ্যৎ নিধি প্রকল্প, যে সকল বেকার যুবক-যুবতী আছেন তাদের সরকারি গ্যারান্টি দিয়ে পাঁচ লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে এবং এতে সাবসিটি রয়েছে। যারা ভবিষ্যতে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের জন্য সরকার খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। ছাত্রছাত্রীরা ভবিষ্যতে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে।
এবিষয়ে কলেজের অধ্যাপক সিরাজ আলী খান জানান এই অনুষ্ঠান চলবে দুদিন ব্যাপী। মূলত এই অনুষ্ঠানের মূল কারণ হলো যে সকল পিছিয়ে পড়া মেধা ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারছিল না বিশেষ করে তাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।যাতে ভবিষ্যতে তারা নতুন দিশা খুঁজে পায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার SDO নেহা ব্যানার্জি, খাতড়া গভারমেন্ট আই টি আই কলেজের প্রিন্সিপাল সিরাজ আলী খান এবং সব কলেজের শিক্ষক শিক্ষিকা। #youtube #bankura #bankura_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?