কোথায় জন্ম নেবে রণবীর-দীপিকার সন্তান? ফাঁস বড় তথ্য

Aug 31, 2024 - 19:26
 0  3

 সেপ্টেম্বর মাসেই দীপিকা ও রণবীরের (Ranveer Singh, Deepika Padukone) সোনার সংসারে আসছে ছোট্ট সদস্য। দুই থেকে তিন হওয়ার অপেক্ষার আর মাত্র কদিন। সন্তান আসার আগেই ১০০ কোটির নতুন বাংলো বাড়ি তৈরি করে চমক দিয়েছেন তারকা দম্পতি। মন্নতের পাশেই সেই বাংলো। শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর-দীপিকা। শোনা যাচ্ছে, খুদেকে নিয়েই সেখানে গৃহপ্রবেশ করবেন তাঁরা। কিন্তু কবে ভূমিষ্ঠ হতে চলেছে বলিউডের তারকা দম্পতির সন্তান? কৌতূহল অনুরাগীদের।রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ সূত্রে এবার বড় খবর পাওয়া গেল। তারকাদম্পতির কাছের মানুষ বলিউডের সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে দীপিকা পাড়ুকোন মা হবেন। আপাতত হবু সন্তানের জন্য একটি ঘর সাজাতে ব্যস্ত দম্পতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow