কেবলমাত্র প্রতিশ্রুতি আসে বসানো হবে আলোর স্তম্ভ আজও পর্যন্ত বসেনি

May 2, 2023 - 15:51
 0  12

সেতুর জন্মলগ্ন থেকে আজও আলো বসেনি, সেতুতে বাড়ছে ছিনতাই, গাড়ির দুর্ঘটনা।অভিযোগ এলাকাবাসীর।এমনকি সেতুর ঢালে বালি এবং স্টোনের স্তুপ প্রশাসনের নজর পড়ছে না। উল্লেখ্য প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গাঙ্গুলীর হাত ধরে মৃদঙ্গ ভাঙ্গা নদীর উপরে প্রায় এক কিলোমিটার লম্বা এবং কুড়ি ফুট চওড়া দীর্ঘ সেতু তৈরি হয় 11 বছর আগে। তৎকালীন সময়ে দীর্ঘ সেতুতে বসেনি কোন লাইট, কেবলমাত্র প্রতিশ্রুতি আসে বসানো হবে আলোর স্তম্ভ আজও পর্যন্ত বসেনি।মথুরাপুর ব্লকের সঙ্গে পাথরপ্রতিমা ব্লকের যোগাযোগ সৃষ্টিকারী এই সেতু, কত হাজার হাজার মানুষ এবং গাড়ি পারাপার করে, কয়েকবার এই ব্রিজের উপরে অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাই হয়, বালি এবং স্টোন এর ফলে দুর্ঘটনার প্রায় লেগেই আছে, এলাকাবাসী এবং দোকানদারদের দাবি অতিসত্বর এই সেতুর উপরে ব্যবস্থা করা হোক | #youtube #south24pgs #south24pargananews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow