কলকাতা : অভিষেকের দুয়ারে CBI |
"অভিষেক ব্যানার্জিকে ভালো কাজের জন্য ডাকেনি। কী বলার আছে, চুরি করেছে দুর্নীতিতে যুক্ত থেকেছে তাই ডেকেছে। সিবিআই নোটিস প্রসঙ্গে জলপাইগুড়িতে জানালেন ডিওয়াইএফআই
রাজ্য সম্পাদীকা মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, এড়িয়ে গেলে হবে না প্রশ্নের উত্তর দিতে হবে। শনিবার জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মীনাক্ষী। তিনি আরও বলেন, ভারতবর্ষের আইনের প্রতি আমরা আস্থা রাখি। যারা আমাদের ভবিষ্যত বর্তমানকে নষ্ট করেছে। তাদেরকে অন্তত পক্ষে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এড়িয়ে বাঁচতে পারবে না।
২০০০ টাকার নোট বাতিল করে ভানুমতির খেল দেখাচ্ছে কেন্দ্র সরকার।রাজ্যই হোক কেন্দ্রই হোক দুজনেই তাই করছে। মানুষের কাজ দিতে যখন পারে না।গরীব মানুষের পকেটে দুই টাকা আছে কিনা কে খুজবে। এমনি প্রশ্ন তোলেন মীনাক্ষি মুখার্জি। অন্যদিকে বোমের কারখানায় ভানু বাগের মৃত্যু কোন বিরাট এজেন্ডা বা ইস্যু নয়। রাজ্যে এত বোমা তৈরীর কারখানা প্রশাসন থাকতে চলছে কী করে চলছে প্রশ্ন তোলেন মীনাক্ষী। তিনি বলেন সরকারের হাত মাথায় রেখে অনেক প্রভাবশালী এই কাজ করছেন।
What's Your Reaction?