কন্যা সন্তান জন্ম দেওয়ায় জন্মদাত্রী মায়ের উপর অকথ্য নির্যাতন
কন্যা সন্তান জন্ম দেওয়ায় জন্মদাত্রী মায়ের উপর অকথ্য নির্যাতন
কন্যা সন্তান জন্ম দেওয়ায় জন্মদাত্রী মায়ের উপর অকথ্য নির্যাতন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের!
মাটির লক্ষ্মীকে পূজো , আর জীবন্ত লক্ষ্মীকে নির্যাতন।বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও আজও সুরক্ষিত নয় বেটিরা । এই ঘটনার চাক্ষুষ প্রমাণ উঠে এল দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনীয়া থানাধীন পাইখোলা ব্রাত্যপাড়া এলাকা থেকে । এই জন্মদাত্রী মায়ের নাম পূর্ণিমা ত্রিপুরা । কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামী সহ শ্বশুরবাড়ি লোকজনেরা পূর্নিমা ত্রিপুরার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ উঠেছে। এমনকি গত চারদিন ধরে পূর্নিমা ত্রিপুরা'কে তার ঘাতক স্বামী রাকেশ ত্রিপুরা সহ শ্বশুড়, শ্বাশুড়ি এবং দেবর মিলে একটি ঘরে বন্দি করে রাখে বলে অভিযোগ উঠেছে । পূর্ণিমা ত্রিপুরা'কে ভাঙা কাঁচের টুকরো দিয়ে হাত, পা কেটে লবণ ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খাবার তো দূরের কথা এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি পূর্ণিমা ত্রিপুরা'কে । চারদিন পর কন্যা সন্তানের জননী কোনক্রমে বাপের বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করে নির্যাতনের ঘটনা জানায় । এই মধ্যযুগীয় বর্বরতার খবর ছড়িয়ে পড়তেই গোটা দক্ষিন ত্রিপুরা জেলা বিলোনীয়া জুড়ে নিন্দার ঝড় বইছে। পরবর্তী সময় পূর্ণিমা ত্রিপুরা'র বড় ভাই বিলোনীয়া মহিলা থানা ও সখী ওয়ানস্টপ সেন্টারে জানানোর পর সখী ওয়ানস্টপ সেন্টার ও বিলোনীয়া মহিলা থানার পুলিশ পাইখলার ব্রাত্য পাড়া থেকে রক্তাক্ত ও মারাত্নক অসুস্থ অবস্থায় পূর্নিমা ত্রিপুরা ও তার দুই বৎসরের মেয়েকে উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে পূর্নিমা ত্রিপুরা বিলোনীয়া হাসপাতালে চিকিৎসাধীন। অত্যাচারী ঘাতক স্বামী, দেবর ও শ্বাশুড়ীর উপযুক্ত শাস্তির দাবি উঠেছে।
#breakingnews #newstoday banglanews #tripuranews @ubanglatv
What's Your Reaction?