এবার স্মার্ট সিটি কলকাতা, মেট্রোর থেকেও দ্রুত গতিতে ছুটতে চলেছে মনোরেল

Apr 30, 2023 - 16:24
 0  9

Hidco সূত্রে জানা গিয়েছে নিউ টাউনে এবার গড়ে উঠতে পারে লাইট রেল ট্রানসিট সিস্টেম। যা নাকি রীতিমতো মনোরেলের মত। নিউটাউন অ্যাকশন এরিয়া-৩ থেকে বিশ্ব বাংলা গেট ক্রসিং পর্যন্ত এই মনোরেল চালানোর প্রস্তাব দিয়েছে হিডকো। যদিও শুধু তাই নয় এই মনোরেল নাকি যুক্ত হতে পারে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্টের সল্টলেক রুটের সঙ্গেও। সুতরাং এই মনোরেলের লাইন চলে যাবে সল্টলেক মেট্রো পর্যন্ত। ইতিমধ্যেই এই মনোরেলের ইলাস্ট্রেশন প্রেজেন্ট করেছে হিডকো। অর্থাৎ আগামী দিনে এই রেল কেমন দেখতে হতে পারে তার একটি আভাস দেওয়া হয়েছে মাত্র। ২০০৭-৮ সালে এই মনোরেল তৈরির প্রস্তাব প্রথম আসে বাম আমলে। এখন শুধু দেখার যে স্মার্ট সিটিতে কবে চিতাবাঘের গতিতে ছুটবে মনোরেল। #youtube #youtubevideo #kolkata #smartcity  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow