উত্তর ২৪ পরগনা : ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ পেল পরিবার,ধন্যবাদ রাজ্য সরকারকে |
উত্তর ২৪ পরগনা বসিরহাটের বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামনহাট গ্রামের ঘটনা। ১৯,শে মে শুক্রবার সকালবেলায় বছর ৫২ এর আনারুল জমাদার ও বছর ১৯ এর রহমান জমাদার সম্পর্কে বাবা-ছেলে। তারা শুক্রবার সকালে জমিতে যায় চাষের কাজে। সেখানে বিদ্যুৎপৃষ্ট হয় বাবা আনারুল জমাদার মারা যান। প্রথমে তাকে বাঁচাতে যায় ছেলে রহমান জমাদার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে সেও অচৈতন্য হয়ে পড়ে। তাকে বাঁচাতে গেলে প্রতিবেশী আরেক চাষী রফিকুল ফকির (৫৮) সেও বিদ্যুৎপৃষ্ঠ হয়। তিনজনকে বসিরহাটের জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনেরই মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চাষের জমির উপরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। বারবার বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া সত্বেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সমস্যার সমাধান করা হয়নি। কার্যত বিদ্যুৎ দপ্তরের অবহেলাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ মৃতের পরিবার ও গ্রামবাসীদের। মৃত তিনজনের পরিবার মোট ১৫ লক্ষ টাকা পেয়ে রীতিমতো ধন্যবাদ দিয়েছে রাজ্য সরকারকে|
What's Your Reaction?