ইউক্রেনকে আরও সহযোগিতা দেবে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড

ইউক্রেনকে আরও সহযোগিতা দেবে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড

Jun 14, 2023 - 17:59
 0  3

ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে রাশিয়ার কাছ থেকে সাতটি গ্রাম ছিনিয়ে নিয়েছে। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট  ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আলোচনায় বসেছেন,কী করে ইউক্রেনকে এই বিষয়ে আরও সাহায্য করা হবে। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিয়ে তিন নেতা বৈঠকে বসেন।এমানুয়েল মাখোঁ বলেন, ‘আমরা ইউক্রেনকে যথাসম্ভব সাহায্য করব। আমরা ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক গাড়ি দিয়ে সাহায্য করছি। আগামী দিন ও সপ্তাহে সেই সাহায্য করে যাব।’ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ আরও বলেন, ‘ইউক্রেনের এই পাল্টা আঘাত হানা আগামী বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাস চালু থাকবে। আমরা ইউক্রেনের পাশে থাকব। তারা যাতে আরও এলাকা নিজেদের অধীন নিয়ে আসতে পারে, তা দেখা হচ্ছে বলে জানাযায় সূত্রমারফত। #newstoday #news #current_affairs #ukraine #france #paris  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow