আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের সংঘবদ্ধ করতে নদীয়ায় তৃণমূল নেত্রী অনন্যা ব্যানার্জি
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও, মহিলারা কোমর বেঁধে নেমে পড়েছেন আগেভাগেই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনার জন্য নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে এক সমাবেশে উপস্থিত হন কলকাতা কর্পোরেশনের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। তিনি সুদূর যাদবপুর থেকে নদীয়ার পাটুলিতে এসে পৌঁছান। উপস্থিত ছিলেন জেলা মহিলা নেত্রী বর্নালি রায় সহ রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, যুব সভাপতি যীশু সিংহ, জেলা সম্পাদক আনন্দ দে, নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দীপক বোস, সমীর পোদ্দার সহ নদীয়া জেলার বিভিন্ন শাখা সংগঠনের তৃণমূল নেতৃত্ব।
অনন্যা ব্যানার্জি বলেন, নির্বাচনী রূপরেখা তৈরি করবে দল, তবে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন লড়াই এবং মহিলাদের সুরক্ষার আন্দোলনে অনুপ্রাণিত সকল মহিলারাই। #youtube #nodiya #tmc #tmcnews @ubanglatvofficial
What's Your Reaction?