আরব সাগরে মাদকের ভাণ্ডার! নৌসেনার অভিযানে উদ্ধার ৫০০ কেজি ‘ক্রিস্টাল মেথ

Nov 29, 2024 - 18:34
 0  1

ভারতীয় নৌসেনার অভিযানে এবার আরব সাগর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি আরব সাগরে অভিযান চালায় ভারতীয় নৌসেনা। সেই অভিযানে শ্রীলঙ্কার দুটি মাছ ধরার ট্রলার থেকে অন্তত ৫০০ কেজি ক্রিস্টাল মেথ বাজেয়াপ্ত হয়েছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ও ২৫ নভেম্বর উদ্ধার হয়েছে এইক বিপুল মাদক।শ্রীলঙ্কার নৌসেনার দেওয়া তথ্যের ভিত্তিতে আরব সাগরে অভিযানে নামে নৌসেনার দুটি বিমান। তখনই মাঝসমুদ্রে সন্দেহজনক দুটি নৌকা নজরে পড়ে পাইলটের। সঙ্গে সঙ্গে ওই দুই ট্রলারের অবস্থান জানানো হয় উপকূলে। সেইমতো ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনার জাহাজ। সন্দেহভাজন ওই নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫০০ কেজি ‘ক্রিস্টাল মেথ’ মাদক। যার বাজারমূল্য কয়েকশো কোটি টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow