Malda : আয়োজিত হল মালদহের গাজোলে গাজনের নৃত্য |
চৈত্র মাস উপলক্ষ্যে মালদহের গাজোলে গাজনের নৃত্য শুরু হয়েছে ঢাকের কাঠির তালে তালে । এখন নিত্যদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত মালদা জেলার ব্লকের বিভিন্ন মার্কেট,বাজার সহ পাড়াগুলিতে সন্ন্যাসীরা কালি,শিব,দুর্গা মুখোশ পড়ে নৃত্য করছেন। এছাড়াও পাট ঠাকুর নিয়েও ঘুরছেন। এর পাশাপাশি তাদের দলের সন্ন্যাসীরাও ঘুরে ঘুরে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে শিব ঠাকুরের ছত্রিশ কোটি দেবতার পুজো ও মহিমা প্রচার করছেন।যা নিয়ে সব ভক্তরাই খুশি। এই দৃশ্য দেখতে ভক্তদের উৎসাহ ব্যাপক দেখা গিয়েছে। সন্ন্যাসী নরেশ মন্ডল, আশুতোষ মন্ডল বলেন, জেলার নালাগোলা থেকে মালদার বিভিন্ন এলাকায় এসে দেব-দেবতার মুখোশ পড়ে প্রভুর মহিমা প্রচার করছি। ব্যাপক সাড়া পাচ্ছি, এমনটাই জানান গাজন বা চৈত্র পূজার কঠোর সন্ন্যাসী নরেশ মন্ডল । #youtube #malda #maldanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?