Purulia : আন্দোলন প্রত্যাহার করল কুড়মি সমাজ, রেল অবরোধ উঠতেই স্বস্তি যাত্রীদের |
টানা ৫ দিন পর পুরুলিয়ায় অবরোধ প্রত্যাহার করল কুড়মি সমাজ। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে চলা কুড়মি আন্দোলনের রেলপথ অবরোধ কর্মসূচি টানা 100 ঘন্টা পার করে অবশেষে আজ রবিবার সকালে অবরোধ প্রত্যাহার করলো আন্দোলনকারীরা। রাজ্য সরকারের প্রতি ব্যাপক ক্ষোভ উগরে একথা ঘোষণা করলেন আন্দোলনকারীদের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। ট্রেন চলাচলের জন্য রেলপথের পরিস্থিতি খতিয়ে দেখতে পরীক্ষামূলক যাচাইয়ের পর বেশ কয়েকটি মালগাড়ি চালানো হলো রেললাইন দিয়ে।
তবে রাজ্যের প্রস্তাবে নয়। আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছেন বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো। তাদের বক্তব্য, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাবে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত তারা নেননি। কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের কথা জানাবে তারা। প্রয়োজন হলে আন্দোলন ফের শুরু করবে।
তবে পুরুলিয়ায় অবরোধ উঠলেও, খেমাশুলিতে আন্দোলন অব্যাহত। এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা, কুড়মালি ভাষাকে ও সারনা ধর্মের স্বীকৃতি দেওয়া-সহ একাধিক দাবি নিয়ে টানা ৫ দিন রেল-সড়ক অবরোধ করে কুড়মিরা। পুলিশ ও প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও অবরোধ প্রত্যাহার করেনি তারা। এর জেরে গত ৫ দিনে প্রায় ৫০০ ট্রেন বাতিল হয়েছে রাজ্যের পশ্চিমের দিকে। তীব্র হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। #youtube #purulia #kurmisamaj #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?