আধুনিক সময়ের অন্যতম জনপ্রিয় লেখক চেতন ভগতের জন্মদিন
১৯৭৪ সালে ২২শে এপ্রিল দিল্লিতে জন্ম জনপ্রিয় লেখক চেতন ভগতের । টু স্টেট, গল্পের বই দিয়ে যুব সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তিনি আইআইটি দিল্লি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক হলেও তিনি ক্যারিয়ার হিসেবে নিজের লেখালেখি কেই গুরুত্ব দিয়েছিলেন ।২০০৪ সালে মুক্তি পায় চৈতনের লেখা প্রথম উপন্যাস "ফাইভ পয়েন্ট সামওয়ান" তাই" থ্রি মিসটেক ইন মাই লাইফ "থেকে অনুপ্রাণিত হয়ে" কাই পো চে" সিনেমা নির্মিত হয়েছিল । সিনেমাটির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। তার লেখা নয়টি উপন্যাসের মধ্যে পাঁচটি উপন্যাস এর উপর বলিউড ছবি তৈরি হয়েছে । আর চেতন ভগত এর জন্মদিনে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। #youtube #chetanbhagat #birthday @ubanglatvofficial
What's Your Reaction?