আদিনা ইকোপার্ক সময়সীমা বাড়ানো হলো

Nov 29, 2024 - 17:27
 0  1

মালদহের গাজোলের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকোপার্ক সময়সীমা বাড়ানো হলো।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ ফিতে কেটে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের BDO সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,ইকো পার্কের ইনচার্জ অমিত হালদার, মালদা জেলা খাদ্য কর্মদক্ষের সদস্য  রিতা সিংহ, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ, এলাকার বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু সহ অন্যান্যরা।ব্লক প্রশাসন জানিয়েছে,এদিন বৃহস্পতিবার থেকে ইকোপার্ক রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে। ৫ টার পর টিকিটের দাম ১০ টাকা নির্ধারিত করা হয়েছে। ইকো পার্কের একাধিক সোলার লাইট সহ পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে।এছাড়াও নিরাপত্তা থাকবে বলে জানান গাজোল BDO

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow