Tripura: আটক ৪ সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক
উত্তরা ত্রিপুরা জেলা ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে রেল পুলিশের হাতে আটক ৪ জন সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক। সকাল আনুমানিক ১১টা নাগাদ ধর্মনগর রেলওয়ে স্টেশন চত্বর থেকে আটক করা হয়েছে ৪ জন বাংলাদেশী নাগরিককে। আটককৃত ৪ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে ৩জন পুরুষ এবং একজন মহিলাও রয়েছে। রেল পুলিশের ভারপ্রাপ্ত কার্যকারী ইন্সপেক্টর উত্তম কলই জানিয়েছেন, ধৃত চারজন বাংলাদেশী নাগরিকদের মধ্যে একজনের কাছ থেকে কিছু জাল ভারতীয় নথিপত্র উদ্ধার হয়েছে। রাতে ধৃত বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ থেকে চোড়াই পথে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, পরবর্তীতে বাস গাড়িতে করে ধৃত বাংলাদেশী নাগরিকরা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর আসে। তাদের উদ্যেশ্য ছিল ট্রেনে করে বেঙ্গালুরুতে যাওয়ার। । ধৃত বাংলাদেশী নাগরিকদের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে চোড়াই পথে মানুষ পাচার করার। কিন্তু, ত্রিপুরার কোন সীমান্ত দিয়ে ধৃত চারজন বাংলাদেশ নাগরিকরা ভারতে প্রবেশ করেছে সেই সম্বন্ধে কিছু বলতে পারেনি ধৃত বাংলাদেশী নাগরিকরা। রেল পুলিশের হাতে আটক ধৃত চারজন বাংলাদেশী যুবক- যুবতীদের নাম আসার আহমেদ বয়স ২৯, সুহাগ খা বয়স ৩৩,সাবিনা আহমেদ বয়স ১৯ এবং রুমান হালদার বয়স ২০।
What's Your Reaction?